eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
ভারতে মৃত ভ্রূণ নিয়ে থানায় তরুণী
আপডেট: ০২:৪৩ pm ২৩-০৭-২০১৮
 
 


পুলিশের চোখ যেন বিশ্বাস করছিল না। এমনটা হতে পারে! ব্যাগ খুলতেই দেখা গেল পাঁচ মাসের ভ্রুণ। এই ব্যাগে ভরেই থানায় হাজির হয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের হাথরাসের এক তরুণী।

পুলিশকে ওই তরুণী জানিয়েছে, মাস ছয়েক আগে জঙ্গলে কাঠ কুড়ানোর সময় স্থানীয় যুবক মনোজের (২২) ধর্ষণের শিকার হন তিনি। ওই ঘটনা কাউকে না জানাতে এবং জানালে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বাড়িতে ভয়ে কিছু না বললেও পাঁচ মাস পর সে মাকে সব কথা বলতে বাধ্য হয়। ঘটনাটি মনোজ জানতে পেরে অস্ত্রের মুখে গর্ভপাতের ওষুধ খেতে বাধ্য করেন। ওই ট্যাবলেট খাওয়ার পর বৃহস্পতিবার প্রচুর রক্তপাত হতে শুরু করে। এরপরই গত শনিবার মৃত ভ্রূণ প্রসব করেন তিনি। 

ধর্ষণকারীর বিরুদ্ধে এফআইআর করতে সেই ভ্রুণই থানায় নিয়ে আসে তরুণী।

হাথরাসের হাসানপুর থানায় বাড়ি ওই তরুণীর। থানার এসএইচও এস সি গৌতম সংবাদমাধ্যমে জানিয়েছেন, পুলিশ ওই ভ্রুণ দেখে তাজ্জব হয়ে ‌যায়। ধর্ষণকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ওই ভ্রুণ ও তরুণীকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। সূত্র: জিনিউজ

নি এম/