eibela24.com
সোমবার, ২৭, মে, ২০১৯
 

 
বিয়ে বিচ্ছেদের জেরে যুবকের আত্মহত্যা
আপডেট: ০৭:৫৪ pm ২৪-০৭-২০১৮
 
 


নড়াইল সদর উপজেলার হবখালী থেকে জুয়েল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বাড়ির পাশের আমগাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, হবখালী গ্রামের বকুল বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাসের মৃতদেহ সকালে বাড়ির পাশের আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার ব্যবহৃত জামা-কাপড়ের একটি ব্যাগ ঘরের বারান্দায় পাওয়া যায়। 

জানা যায়, বিষয়টি নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে দুপুরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। 

নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নূরমোহাম্মদ জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে জুয়েল আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জুয়েল প্রায় চারমাস ধরে বাড়িতে ছিলেন না। তার দুটি বিয়ে বিচ্ছেদের পর পারিবারিক ও ব্যক্তিগত কারণে পরিবারের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ছিল। 


ইউআর/বিডি