eibela24.com
শুক্রবার, ১৯, জুলাই, ২০১৯
 

 
হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত
আপডেট: ০৮:০১ pm ২৪-০৭-২০১৮
 
 


হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. আবু তাহের (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত এবং তার ছেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মোড়ের অদূরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু তাহের উপজেলার বেলঘর গ্রামের মৃত নূর মিয়ার ছেলে ও ৭নং জগদীশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য।

শায়েস্তগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে ইউপি সদস্য আবু তাহের ও তার ছেলে হোসাইন মিয়া (২৫) মোটরসাইকেলযোগে জগদীশপুর থেকে মাধবপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের পেছনে বসে থাকা আবু তাহের। এ সময় আঘাতপ্রাপ্ত হন তার ছেলে হোসাইন মিয়া। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আবু তাহেরের মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এছাড়াও আহত হোসাইনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় বলেও জানান এসআই বিল্লাল।

এসসি/বিডি