eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্টে নানী ও নাতির মৃত্যু
আপডেট: ০৮:৫৫ pm ২৫-০৭-২০১৮
 
 


বেনাপোল আমড়াখালি পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে নানী ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখতে নিহতের বাড়ীতে ভিড় করছে শত শত নারী পুরুষ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে গোসল করে বাসা বাড়ীর রান্না ঘরের উপরে থাকা আর্থিং তারে কাপড় নাড়তে যায় নানী আরাতন। এসময় রান্না ঘরের টিনের উপরে থাকা তারের সাথে আর্থিংয়ের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমড়াখালি গ্রামের সাদেক আলীর স্ত্রী আরাতন বেগম(৫০) নানীর ছটফট করতে থাকে। এ অবস্থা দেখে তাকে বাঁচাতে যায় নাতনি একই গ্রামের কুরবান আলীর মেয়ে মাসুরা খাতুন(১৬)। এসময় ঘটনাস্থনেই মৃত্য হয় তাদের। স্থানীয়রা তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত ডিজি এম মামুন মোল্লা।
 
নিহতের স্বজনেরা জানান, একই পরিবারের দুই জনের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে এঘটনা মেনে নিতে পারছেন না তারা। 


এমএম/বিডি