eibela24.com
বুধবার, ২৪, জুলাই, ২০১৯
 

 
জুভেন্টাসের হয়ে মাঠে নামছেন রোনালদো
আপডেট: ০৮:৩৬ pm ২৭-০৭-২০১৮
 
 


রাশিয়া বিশ্বকাপের পর অনেকটা হঠাৎ করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন পর্তুগীজ সুপারস্টার রোনালদো। তবে নতুন এই ক্লাবের হয়ে কবে মাঠে নামছেন সিআরসেভেন। জুভে সমর্থকরাও সেই স্বপ্নে বিভোর। তবে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটছে খুব শিগগিরই।

১৯ আগস্ট সিরি-আ'তে নামবেন রোনালদো। ওইদিন লিগের প্রথম ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ চিয়েভো। নতুন ক্লাবের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেতে মরিয়া রোনালদো।

বৃহস্পতিবারই সিরি-আ'র ২০১৮–১৯ মৌসুমের সূচি প্রকাশিত হয়েছে। ১৯ আগস্ট নামছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথম ম্যাচটাই অ্যাওয়ে। তুরিনে রোনালদো নামবেন ২৬ আগস্ট। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ লাজিও।

১০০ মিলিয়ন অর্থের বিনিময়ে রিয়েল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসেছেন রোনালদো। লা–লিগায় এতগুলো বছর গোলের পর গোল করে গেছেন। এবার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন পর্তুগীজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে তরুণ বয়সে সফল হয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতেও প্রচুর গোল করেছেন। রিয়েলে তো স্বপ্নের ফর্মে ছিলেন। এবার সিরি-আ'তে নিজেকে প্রমাণ করার জন্য ছটফট করছেন সিআরসেভেন।

চার বছরের চুক্তিতে ইতালির চ্যাম্পিয়ন ক্লাবে এসেছেন রোনালদো। এখন তার বয়স ৩৩। চার বছর পর হবে ৩৭। সম্ভবত জুভেন্টাস থেকেই অবসর নেবেন পর্তুগীজ তারকা। তবে রোনালদোর আসল চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স লিগে। দীর্ঘদিন ইউরোপের সেরা ক্লাব ট্রফি পায়নি জুভেন্টাস। রোনালদো কি পারবেন জুভেকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে?‌ তার পরীক্ষা শুরু হচ্ছে ১৯ আগস্ট থেকেই।

বিডি