eibela24.com
শনিবার, ২৩, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
এখনো আমাদের সুযোগ আছে : মিরাজ
আপডেট: ০৩:৫৭ pm ২৮-০৭-২০১৮
 
 


গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে বাংলাদেশ। ফলে হাতছাড়া হয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার সুযোগ। তবু সিরিজের শেষ ম্যাচে টাইগারদের সামনে রয়েছে সিরিজের ট্রফি জিতে নেয়ার সুযোগ। সেন্ট কিটসের ব্যাটিং উইকেটে সেই সুযোগটা নিতে চান দলের তরুণতম সদস্য মেহেদি হাসান মিরাজ।

প্রথম দুই ওয়ানডের ভেন্যু তথা গায়ানার উইকেট অনেকটাই ছিল বাংলাদেশের মতো। যার ফলে দুই ম্যাচেই বাংলাদেশ খেলেছে আধিপত্য বিস্তার করে। কিন্তু সেন্ট কিটসে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ভিন্ন পরীক্ষা। এই পরীক্ষায় উৎরাতে নিজেদের স্বাভাবিক খেলা খেললেই হবে মনে করেন মিরাজ।

তবে এই বৈরি পরিবেশেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচের আগে তিনি জানান,‘ উইকেটটা আমরা সবাই দেখেছি। আমার কাছে মনে হয়েছে সবকিছু ঠিক থাকলে আমরাই ভালো করবো।’

দ্বিতীয় ম্যাচে নিজেদের হাতের মুঠোয় থাকা জয়টা মাত্র তিন রানে পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই ভুলে বেশ হতাশায় বাংলাদেশ শিবির। কিন্তু আর এই ভুল করতে চাননা টাইগার শিবির। শেষ ম্যাচে নিজেদের ভুল মেনে নিয়ে মিরাজ বলেন,‘দ্বিতীয় ম্যাচে আমাদের বিরাট সুযোগ ছিলো কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। তারপরও বলবো আমরা সিরিজ থেকে আউট হয়ে যাই নি। এখনো সুযোগ আছে, আমরা সেটাই যদি কাজে লাগাতে পারি তাহলে আমরাই সিরিজ জিতবো। সেই ম্যাচে আমাদেরই ভুল ছিলো। বাট আমরা সবাই নিজেরা নিজেদের মধ্যে কথা বলেছি। চেষ্টা করবো ওভারকাম করার। পরবর্তীতে  এমন পরিস্থিতিতে পড়লে যেন এমনটা আর নয় সেটাই চেষ্টা থাকবে।’

নি এম/