eibela24.com
মঙ্গলবার, ২৫, জুন, ২০১৯
 

 
টাইগারদের সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আপডেট: ০২:৩১ pm ২৯-০৭-২০১৮
 
 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার এক বার্তায় প্রধানমন্ত্রী এই জয়ের জন্য দলের সকল খেলোয়াড়, কোচ, জাতীয় দলের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে।

শনিবার সেন্ট কিটসের ব্যাসেটরিতে ওয়ারনার পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে পরাজিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।

বিদেশের মাটিতে দীর্ঘ নয় বছর পর সিরিজ জয়ের অবসান ঘটল মাশরাফি বাহিনীর।

নি এম/