eibela24.com
সোমবার, ২২, এপ্রিল, ২০১৯
 

 
মন্দিরের গেটে শপিং ব্যাগে কেঁদে উঠল নবজাতক
আপডেট: ০২:৩৮ pm ২৯-০৭-২০১৮
 
 


পিরোজপুর সদর উপজেলায় মন্দিরের গেটে শপিং ব্যাগে রাখা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুলাই) রাতে মন্দিরের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কৃষ্ণনগরের গৃহিণী সবিতা রায় জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্দিরের সামনে শিশুর কান্নায় তার ঘুম ভেঙে যায়। তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে মন্দিরের গেটে গিয়ে শপিং ব্যাগের ভেতর নবজাতককে কাঁদতে দেখেন। সবিতা তার প্রতিবেশীদের বিষয়টি জানানোর পর তারা পুলিশে খবর দেয়। শনিবার ভোরে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ননী গোপাল রায় বলেন, নবজাতকের বয়স একদিন হবে। জন্মের পরপর তাকে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। তার নাভি থেকে রক্ত ঝরছিল। এখন সুস্থ আছে। চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, বিষয়টি প্রতিবেশীরা জানালে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর অভিভাবককে খোঁজার চেষ্টা চলছে। তাদের না পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নি এম/