eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
আগামী ১১ আগস্ট শপথ নেবেন ইমরান 
আপডেট: ০৯:৫৮ am ৩১-০৭-২০১৮
 
 


নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান আগামী ১১ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

সোমবার ডনের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো রাজধানী ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে নবনির্বাচিত আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন ইমরান; সেখানেই শপথ গ্রহণ নিয়ে কথা বলেন তিনি।

এদিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ। এতে অন্যদলগুলোর উপর নির্ভার থাকতে হচ্ছে তাকে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, পিটিআই ১১৫ আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠন করতে হলে পিটিআইয়ের দরকার আরও ২২ আসন।

এক্ষেত্রে মুত্তাহিদা কওয়ামি মুভমেন্ট পাকিস্তান, গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং পাকিস্তান মুসলিম লিগ (কায়েদ) কে প্রস্তাব দিয়েছে পিটিআই।

নি এম/