eibela24.com
রবিবার, ২৪, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
চলে গেলেন রমাপদ চৌধুরী 
আপডেট: ০৫:৪৯ pm ৩১-০৭-২০১৮
 
 


চলে গেলেন বাংলা সাহিত্যের খ্যাতিমান সাহিত্যিক রমাপদ চৌধুরী। রেখে গেলেন অসামান্য সব বাংলা ছোটগল্প ও উপন্যাস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। 

রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সাহিত্যিক। 

১৯২২ সালে ব্রিটিশ ভারতের খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেছিলেন রমাপদ চৌধুরী। প্রেসিডেন্সি কলেজে তার বিষয় ছিলো ইংরেজি সাহিত্য। পঞ্চাশটিরও বেশি উপন্যাস ও একশোটিরও বেশি ছোটগল্প লিখেছেন তিনি। ১৯৮৮ সালে ‘বাড়ি বদলে যায়’ উপন্যাসের জন্য সাহিত্যে অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন। অ্যাকাডেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন।

তার গল্প ও উপন্যাস থেকে নির্মিত হয়েছে একাধিক বিখ্যাত সিনেমা। উত্তমকুমার পরিচালিত 'বনপলাশীর পদাবলী', মৃণাল সেন পরিচালিত 'খারিজ' ও তপন সিংহ পরিচালিত 'এক ডক্টর কি মউত' এর মধ্যে অন্যতম। 

তিনি রীতিমতো ঘোষণা করে লেখা থামিয়ে দিয়েছিলেন বেশ কয়েক বছর আগেই। যা প্রায় বিরল ঘটনা ৷ তাঁর প্রয়াণে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া৷

নি এম/