eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
জবির নিখোঁজ ছাত্রের লাশ মিলল বুড়িগঙ্গায়
আপডেট: ০৯:৪৮ am ০১-০৮-২০১৮
 
 


নিখোঁজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নৌপুলিশ ওই লাশ উদ্ধার করে।

আরিফুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. মইনুদ্দিনের দ্বিতীয় ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নৌপুলিশ উপপরিদর্শক ইয়াকুব হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকেল সাড়ে চারটার দিকে আরিফের মরদেহ শ্যামপুর এলাকায় ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। মরদেহ উদ্ধারের পর পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে গত সোমবার সদরঘাটের এক মাঝির কাছ থেকে আরিফুলের ব্যাগ ও মোবাইল উদ্ধার করে পুলিশ। এদিন সকাল সাড়ে ১০টা থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ব্যপারে কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হলে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে। 

রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক দীপক কুমার বিশ্বাস বলেন, কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরিফুল ইসলামের ভাই রাশেদ জানান, তার ভাই কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় থাকতো। প্রতিদিন নৌকায় পারাপার হয়ে ক্লাস করতো সে। আরিফুল সাঁতার জানতো না। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে তার ফোন বন্ধ ছিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, একজন শিক্ষার্থী নিখোঁজের পর মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হবে। 

নি এম/