eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আপডেট: ১০:০৪ am ০১-০৮-২০১৮
 
 


সেন্ট কিটসে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যটে করতে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এ ম্যাচে তামিমের সঙ্গে ওপেনে দেখা যাবে লিটন দাসকে। এছাড়া দলে ফিরেছেন সৌম্য সরকার। আরিফুল হক এবং রুবেল হোসেনও আছেন বাংলাদেশ দলে। সর্বশেষ টি২০ সিরিজের দলে থেকে বাদ পড়েছেন বাংলাদেশ পেসার আবু জায়েদ। 

ওদিকে গেইলের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইভান লুইসের সঙ্গে ওপেনে দেখা যাবে আন্দ্রে ফ্লেচারকে। মারলন স্যামুয়েলসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলে আছে দিনেশ রামদিন। এছাড়া ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ মিস করা আন্দে রাসেল ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। 

মাঠে বল গড়ানোর আগেই অবশ্য বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে সেন্ট কিটসে। ম্যাচ শুরু হতে তাই বিলম্ব হতে পারে। টস হেরে ব্যাট করার ব্যাপারে সাকিব বলেন, ‘আমরা ব্যাট হাতে শুরুটা কেমন করি সেটাই দেখার বিষয়। এটা বড় স্কোরের ম্যাচ হতে যাচ্ছে।’   

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক),মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, অ্যাশলে নার্স, স্যামুয়েল ব‍দ্রি, কেসরিক উইলিয়ামস।

নি এম/