eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা
আপডেট: ০৩:১৪ pm ০১-০৮-২০১৮
 
 


ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতারা। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের নতুন সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতারা।

এ সময় তাদের সঙ্গে ছিলেন ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ঢাবির নবনির্বাচিত সভাপতি সঞ্জীব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় সম্মেলনের দেড় মাসেরও বেশি সময় পর মঙ্গলবার ছাত্রলীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। দুই বছরের জন্য কমিটিতে সভাপতির দায়িত্ব পান রেজানুল হক চৌধুরী শোভন আর সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।

আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের।

সভাপতি ও সাধারণ সম্পাদকদুই জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।

নি এম/