eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
শাহ আমানতে বিমানযাত্রীর পায়ুপথে আটটি সোনার বার
আপডেট: ০৩:৪৭ pm ০১-০৮-২০১৮
 
 


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। 
 
বুধবার সকাল ১০টার দিকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় সোনা বহনকারী যাত্রী সুমন দাশকে আটক করা হয়েছে। 
 
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা সুমন দাশ দুবাইয়ের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন। এর পর তিনি কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পায়ুপথে সোনা রাখার কথা স্বীকার করেন। এর পর তার কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় এক কেজি, মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।

নি এম/