eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
একসঙ্গে রণবীর-দীপিকা
আপডেট: ০৬:০৪ pm ০২-০৮-২০১৮
 
 


বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামী নভেম্বরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। এরই মধ্যে একসঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গেছেন রণবীর-দীপিকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একসঙ্গে ফ্লোরিডার একটি বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছেন তারা। শুধু তাই নয়, এ জুটির সঙ্গে দীপিকার বোন আনিশা পাড়ুকোনও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ জুটি কেনাকাটার জন্য সেখানে গিয়েছেন। এর ফাঁকেই ঘুরতে বেড়িয়েছিলেন তারা।

গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা। ভারতের বেঙ্গালুরু ও মুম্বাইয়ে হবে বিবাহোত্তর সংবর্ধনা। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে দীপিকাকে গহনা কিনতে দেখা যায়। এছাড়া সম্প্রতি একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর সিং। বিয়ের পর দীপিকাকে নিয়ে সেখানেই নাকি উঠছেন পদ্মাবত অভিনেতা।

নি এম/