eibela24.com
বুধবার, ২৪, জুলাই, ২০১৯
 

 
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ২৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত
আপডেট: ০৩:১৭ pm ০৪-০৮-২০১৮
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল টিভি অডিটরিয়ামে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ২৫ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (৩ আগষ্ট) উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্জলণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলক কান্তি দত্ত, অধ্যাপক শীতেশ চন্দ্র বাছার, অধ্যাপক ড. অসিম সরকার, এডভোকেট তাপস পাল, নির্মল চ্যাটার্জি, জহরলাল দাস প্রমুখ। 

ঢাকা রামকৃষ্ণ মিশনের সন্নাসী স্বামী দেবধ্যানান্দ (অরুণ) মহারাজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ ও মূল্যবোধ প্রতিটি বিবেকানন্দ অনুরাগীদের অনুসরন করার আহ্ববান জানান। এ প্রসঙ্গে স্বামীজির থ্রি  এইচ ঐ ফর্মূলা অনুসরন করে কাজ করে যাওয়ার কথা বলেন। শারীরিক, মানষিক ও আধ্যাতিক উৎকর্ষ সাধণের মাধ্যমে জীবনে সফল হওয়ার বিষয়ে তিনি আলোকপাত করেন।

নি এম/