eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
বাসশূন্য রাজধানীর সড়ক
আপডেট: ০২:৪৪ pm ০৫-০৮-২০১৮
 
 


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট অষ্টম দিনে গড়িয়েছে।

আজও রাজধানীর কোনো রুটেই গণপরিবহন চলছে না।

ফলে দুদিনের ছুটি শেষে রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ।

সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়েও গণপরিবহন না থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমায় কর্মরত হাজার হাজার মানুষকে।

তবে সড়কে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসির বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় খুব কম। এ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স রাস্তায় দেখা গেছে। বাস না পেয়ে হাজারো মানুষ হেঁটেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রাজধানীর রোকেয়া সরণি, মিরপুর রোড, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোড, শাহবাগ, গুলিস্তান, কারওয়ান বাজার ঘুরে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কোনো বাস দেখা যায়নি।

সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ভোর থেকেই মগবাজার, মৌচাক, শান্তিনগর ও মালিবাগের সড়কগুলোতে কোনো গণপরিবহন চলাচল করছে না।

পরিবহন সংকটের এই সুযোগ রাজপথ দাঁপিয়ে বেড়াচ্ছে অসংখ্য রিকশা। আর এসুযোগ ভাড়াও বাড়িয়ে দিয়েছেন তারা। আর সিএনজি অটো থাকলেও ভাড়া হাকছেন তিনগুণ।

নি এম/