eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
মাদারীপুরে চলছে অঘোষিত সড়ক পরিবহন ধর্মঘট
আপডেট: ০৪:৫৩ pm ০৫-০৮-২০১৮
 
 


সারাদেশের মতো মাদারীপুরেও চলছে অঘোষিত সড়ক পরিবহন ধর্মঘট। তবে নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খানের নিজ এলাকায় শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান শ্রমিক ও নানা শ্রেণী পেশার মানুষ। পরে অস্ত্র হাতে মোটরসাইকেলযোগে শহরের বিভিন্ন এলাকায় শোডাউন করে। এতে সাধারণের মাঝে আতঙ্কি ছড়িয়ে পড়ে।

দেখা গেছে, দুপুর ১টার দিকে নৌপরিহন মন্ত্রী শাজাহান খানের সমর্থনে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাদারীপুর সড়ক পরিবহনের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় একজনের হাতে অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এছাড়া শহরের প্রধান প্রধান সড়কে মোটরসাইকেলসহ শোডাউন করতে দেখা যায়। এতে শ্রমিকরা ‘নৌমন্ত্রীর কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ বলে শ্লোগান দিতে থাকে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, অস্ত্রের মহড়ার কথা খবর আমরা পাইনি। তবে যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নি এম/রবিউল