eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০১৯
 

 
শিবগঞ্জে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
আপডেট: ১০:০৬ pm ০৬-০৮-২০১৮
 
 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের পাশ্ববর্তী এলাকা কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাহাঙ্গীর আলম হাবুল (৫৫) নামে এক পাথর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত জাহাঙ্গীর আলম হাবুল ভোলা জেলার সদর উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত আবুল কাশেম সিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হাবুল রবিবার রাত ১০টার দিকে ট্রাক টার্মিনাল এলাকার কয়লাবাড়ি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় ১১ নম্বর কক্ষ ভাড়া নেন। সোমবার সকাল ১১টার দিকে বোডিং এর লোক তাকে ডাকতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পায় এবং তার সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে দরজা ভেঙ্গে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীর আলম হাবুল এর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নি এম/ইমরান