eibela24.com
শনিবার, ২০, জুলাই, ২০১৯
 

 
ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের ছয়টি রুটে বাস চলাচল বন্ধ
আপডেট: ১০:২১ pm ০৬-০৮-২০১৮
 
 


সারা দেশে বাস চলাচল শুরু হলেও বরিশালের মালিক সমিতির সাথে দ্বন্ধের জেরে ঝালকাঠি থেকে ষষ্ঠ দিনের মত বন্ধ রয়েছে বরিশাল, খুলনা, পিরোজপুর, বামনা, পাথরঘাটাসহ দক্ষিাণাঞ্চলের ছয়টি রুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 

ঝালকাঠি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানায়, মীমাংসা হওয়ার পরেও পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির বাস চলাচল করতে না দেওয়ায় ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ঝালকাঠির বাস মালিক সমিতি বৈঠক করে গত ১ আগস্ট থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন। 

ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহামুদ বাচ্চু বলেন, ঝালকাঠি সমিতির বাস বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে চলাচল নিয়ে বরিশালের রূপাতলী ও ঝালকাঠি বাস মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৪ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে দুই মালিক সমিতির সমঝোতা হয়। টানা ছয় মাস বন্ধ থাকার পরে ২৫ জুলাই থেকে বাস চলাচল শুরু হয়। ৩১ জুলাইর মধ্যে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কয়াকাটা রুটে চলার কথা থাকলেও বরিশাল মালিক সমিতি তা মানছেন না। এতে আবারো দ্বন্দ্বে জড়িয়ে পরে দুই মালিক সমিতি। স্থায়ীভাবে দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

নি এম/রহিম