eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
নিজের শরীরে ইনজেকশন দিতে গিয়ে সেবিকা চন্দনা শর্মা নিহত
আপডেট: ০৩:২৭ pm ০৭-০৮-২০১৮
 
 


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় নিজের শরীরে ইনজেকশন দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চন্দনা শর্মা (৫৫) নামে এক সেবিকা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

চন্দনা শর্মা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, গত ২-৩ দিন ধরেই বুকের ব্যথা অনুভব করছিলেন চন্দনা। সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে এসে বুকের ব্যথা বেশি বেড়ে যায়। এর পর তিনি নিজেই নিজের শরীরে ইনজেকশন পুশ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, তিনি বুকে ব্যথা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বুকে ব্যথা বেড়ে যাওয়ায় তিনি নিজেই নিজের শরীরে ইনজেকশন দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

নি এম/