eibela24.com
বৃহস্পতিবার, ১৮, এপ্রিল, ২০১৯
 

 
সরকারের পতন ঘটাতে চেয়ে বিএনপি ব্যর্থ: হানিফ
আপডেট: ০৪:৪৮ pm ০৭-০৮-২০১৮
 
 


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি কোনো কিছুতেই সফল হতে না পেরে কোটা সংস্কার আন্দোলনে সওয়ার হয়ে আন্দোলনটিকে প্রশ্নবিদ্ধ করেছে। আর এখন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ঘিরে চক্রান্ত শুরু করেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সকল দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ঘর পোড়া আগুনে আলু পুড়িয়ে খাওয়া বিএনপির স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। সরকারকে অস্তিতিশীল করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। আন্দোলনের নামে সহিংসতা করে সরকারের পতন ঘটাতে চেয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা অন্যের কাধে সওয়ার হয়ে নিজের ফায়দা হাসিল করতে চায়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলামসহ সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নি এম/