eibela24.com
সোমবার, ১৭, জুন, ২০১৯
 

 
নতুন খবর দিলেন শুভশ্রী
আপডেট: ১০:২৬ am ০৮-০৮-২০১৮
 
 


পরিচালক রাজ চক্রবর্তী ও চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ধুমধাম করে বিয়ের পর মার্কিন মুলুকে মধুচন্দ্রিমাও সেরেছেন এ জনপ্রিয় জুটি। প্রায় তিন মাস হল বিবাহিত জীবন কাটাচ্ছেন তারা। এর মধ্যেই আসলো খবর। নতুন কিছু আসছে শুভশ্রীর জীবনে। নায়িকা নিজেই তেমনটা দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এ খবরে অনেকেই হয়তো ভাবছেন রাজ-শুভশ্রীর জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে কি না? শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যেখানে গিটার হাতে রয়েছে তার। সঙ্গে রয়েছে আরও অনেকে। সেই ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নতুন কিছু আসছে …। গেস করুন তো কী?’

ছবিটি দেখার পর ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, বিয়ের পর আবারও কাজে ফিরছেন অভিনেত্রী। নতুন কোনও প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি। তারই আগাম ঝলক দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের পর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার জোজো’র শুটিং করেছেন রাজ। কিন্তু শুভশ্রী ব্রেক নিয়েছিলেন। সময় দিচ্ছিলেন বাড়িতে। আবারও তার কাজে ফেরার খবরে খুশি ভক্তরা। 

নি এম/