eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আপডেট: ০৪:৫০ pm ০৮-০৮-২০১৮
 
 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়ার আলহাজ্ব মো. তসলিম উদ্দিনের ছেলে মো. তোজাম্মেল হক তাজু(৪০) ও একই ইউনিয়নের সোনামসজিদ-পিরোজপুর এলাকার মো. কুতুব উদ্দিনের ছেলে মো. আনারুল ইসলাম(৪২)। 

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-পিরোজপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ীদ্বয়কে আটক করা হয়। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই রিপন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-পিরোজপুর এলাকায় থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর সাথে মাদক বহন কাজে ব্যবহৃত একটি মিশুকও জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনী আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নি এম/ইমরান