eibela24.com
সোমবার, ২৪, জুন, ২০১৯
 

 
সন্তানরা যেন আমার মতই হয়' : সানি লিওন
আপডেট: ০৫:১৫ pm ০৮-০৮-২০১৮
 
 


বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সুখে ঘর, সংসার করছেন সানি লিওন। নিশা, নোয়া এবং এশার-কে নিয়ে ইতিমধ্যেই হাসিখুশিভাবে সংসার সামলাচ্ছেন সানি। প্রতিদিন শুটিং সামলে এবং তারপর ছেলে, মেয়েকে নিয়ম করে সময়ও দিচ্ছেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার।  কখনও সানি আবার কখনও ড্যানিয়েল সন্তানের কাছকাছি থাকার চেষ্টা করেন বলেও জানিয়েছেন সানি।

এ বিষয়ে সানি বলেন, তিনি চান তাঁর সন্তানরা যেন তাঁর মতই কঠোর পরিশ্রমী হয়।  শুধু তাই নয়, যেভাবে স্বামী ড্যানিয়েল ওয়েবার দিনরাত পরিশ্রম করেন, নিশা, নোয়া, এশার যেন তাঁকে দেখে কিছু শেখে। অর্থাৎ, ড্যানিয়েল এবং তাঁর মতই যেন সন্তানরা পরিশ্রমী হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন সানি লিওন।

বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে এসে, বলিউডে পা দেন সানি লিওন। কখনও, 'জিসম টু' কখনও 'রাগিনি এম এম এস টু' আবার কখনও 'এক পহেলি লীলা, আবার কখনও 'কুচ কুচ লোচা হ্যায়', 'ওয়ান নাইট স্ট্যান্ডের' মত সিনেমা করেছেন। আবার শাহরুখ খানের সিনেমা 'রইস'-এও আইটেম নম্বর করতে দেখা গিয়েছে সানি লিওনকে।  তাঁর আইটেম নম্বরের তালিকা থেকে বাদ পড়েনি সঞ্জয় দত্তের 'ভূমি'-ও।  সবকিছু মিলিয়ে বলিউডে কম দিন ডেবিউ করলেও, তাঁর ঝাঁঝ কিন্তু বি টাউনের সর্বত্র ছড়িয়ে পড়েছে।  তবে শত কাজের মাঝেও সন্তানদের সময় দিতে কিন্তু কখনও ভুল হয় না সানি লিওনের।

সবকিছু মিলিয়ে আদ্যপ্রান্ত ঘরোয়া সানি লিওন এখন চাইছেন, তাঁর সন্তানরাও যাতে তাঁদের মতই কঠোর পরিশ্রমী হয়।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সানি লিওনের বায়পিক 'কিরণজিত কউর'। কিন্তু, সানি লিওন বহু বছর আগে তাঁর ধর্ম পাল্টে ফেলেছেন। তাই সানির বায়পিকে কখনওই কউর শব্দটি ব্যবহার করা যাবে না বলেও একটি ধর্মীয় সংগঠনের তরফে দাবি করা হয়। শুধু তাই নয়, সানি লিওনের জীবনীতে যাতে কউর শব্দের কোনও উল্লেখ না থাকে, তার জন্যও জোরদার দাবি জানানো হয় সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে। যদিও সানি লিওনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। 

নি এম/