eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
ভারতে বাস–লরি সংঘর্ষে ২ পূণ্যার্থী নিহত
আপডেট: ০৫:২৬ pm ০৮-০৮-২০১৮
 
 


ভারতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে পুণ্যার্থী বোঝাই বাসের ধাক্কায় মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন প্রায় ২৫ জন। 

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান শহর সংলগ্ন সুকান্তপল্লি লাগোয়া দু’‌নম্বর জাতীয় সড়কে। মৃতদের দু’‌জনেই মহিলা। বাসটি উত্তরপ্রদেশের কুশীনগর থেকে কালীঘাট যাচ্ছিল। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ আগস্ট উত্তরপ্রদেশের কুশীনগর থেকে একটি পুণ্যার্থী বোঝাই বাস বাবাধামের উদ্দেশ্যে রওনা হয়। বাসটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল। বুধবার বাসটি যাচ্ছিল কালীঘাট। দু’‌নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে এসে ধাক্কা মারে বাসটি। সকালবেলায় ওরকম বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। 

আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’‌জন নারী পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করা হয়। 

পুলিশেরর অনুমান, অত সকালের দিকে ঘুমে চালকের চোখ লেগে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।

নি এম/