eibela24.com
বুধবার, ২৪, এপ্রিল, ২০১৯
 

 
শ্রাবণ মাসের সোমবার শিবের মহা শক্তিশালী এই মন্ত্রটি জপ করে দেখুন, ফল পাবেনই
আপডেট: ১১:৩৪ am ০৯-০৮-২০১৮
 
 


শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস৷ মনে করা হয় এই মাসে ভক্তি ভরে মহাদেবের মাথায় জল ঢাললে মহাদেব তুষ্ট হন৷ সমস্ত মনস্কামনা পূর্ণ হয়৷ তবে মহেশ্বরের পুজা করার পাশাপাশি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন৷ এই মন্ত্র মহা শক্তিশালী৷ শাস্ত্রে এই মন্ত্রকে রুদ্র মন্ত্র আখ্যা দেওয়া হয়েছে৷ কারণ মন্ত্রটি পাঠ করা মাত্র আমাদের আশেপাশে এত মাত্রায় শুভ শক্তির মাত্রা বাড়তে থাকে যে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে। সেই সঙ্গে সুখ এবং সমৃদ্ধিও আসে পরিবারে৷ মন্ত্রটি হল- "ওম নম ভগবতে রুদ্রায়ও"। এটি জপ করলে দেখবেন শান্তি পাবেন, সুখ পাবেন। তবে এই মন্ত্র পাঠ করার কিছু নিয়ম আছে৷

• স্নান করে পরিষ্কার জামা-কাপড় পরতে হবে৷ 
• মহাদেবের পুজায় বসে মনকে শান্ত করতে হবে৷ 
• এরপর ১০৮ বার মন্ত্রটি জপ করতে হবে৷ 
• প্রতিদিন এই মন্ত্র জপ করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়৷ 
• প্রতিদিন মন্ত্র জপের সময় একটু একটু করে বাড়াতে হয়৷ 
• নিয়ম করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে পারলে মনঃসংযোগ বৃদ্ধি পায়, সফলতা আসে, অবসাদ গ্রাস করে না৷

নি এম/