eibela24.com
মঙ্গলবার, ২৫, জুন, ২০১৯
 

 
নড়াইলে মেধাবী শিক্ষার্থী গোপীনাথ কীর্ত্তনীয়ার আত্মহত্যা
আপডেট: ০২:৩৪ pm ০৯-০৮-২০১৮
 
 


নড়াইলের লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী গোপীনাথ কীর্ত্তনীয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। 

নিহত গোপীনাথ কীর্ত্তনীয়া উপজেলার জয়পুর গ্রামের রমেশ কীর্ত্তনীয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের জয়পুর গ্রামের রমেশ কীর্ত্তনীয়ার ছেলে ও লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র গোপীনাথ কীর্ত্তনীয়া (১৬) স্কুলের অর্ধ বার্ষিকী পরীক্ষায় আইসিটি বিষয়ে আশানুরুপ ফলাফল না হওয়ায় মুষড়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার গোপীনাথ স্কুল থেকে নিজ বাড়িতে আসে। এর পর সে কাউকে কোন কিছু না বলে বোনের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করে। মূমুর্ষ অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মেধাবী শিক্ষার্থী গোপীনাথের অকাল মৃত্যুতে লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বুধবার সকালে এক শোকসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বুধবার সকালে নিহতের লাশের শেষকৃত্যানুষ্ঠান জয়পুর পরশমণি মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

নি এম/রূপক