eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
ময়মনসিংহে মন্দির গুড়িয়ে দেয়ার প্রতিবাদে স্মারকলিপি 
আপডেট: ০৬:৩৯ pm ০৯-০৮-২০১৮
 
 


ময়মনসিংহে জেলা পরিষদ কর্তৃক রাজ বিজয় সিংহ দুরধরীয়া শিব মন্দির ও বিগ্রহ বুলডেজার দ্বারা গুড়িয়ে দেয়া ও মন্দির পুন:নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে । 

বুধবার দুপুরে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ - খ্রীষ্টান - ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এস্মারকলিপি প্রদান করেন ।
স্মারকলিপি গ্রহন করেন, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। 

স্মারকলিপি প্রদান করেন, আ্যাডভোকেট বিকাশ রায়, আ্যাডভোকেট তপন দে, উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।

নি এম/