eibela24.com
শনিবার, ২০, এপ্রিল, ২০১৯
 

 
মা হলেন পাওলি!
আপডেট: ১০:২৪ am ১০-০৮-২০১৮
 
 


বিয়ের পর পুরোপুরি সংসারী হয়ে গেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী পাওলি দাম। বিয়ের পর অনেক দিন বিরতিতে ছিলেন পাওলি। মূলত, নিজের মনমতো কোনো চরিত্র খুঁজে পাচ্ছিলেন না তিনি। তবে এবার মনের মতো চরিত্র নিয়েই বলিউডে ফিরছেন এই টালিউড নায়িকা। নতুন ছবিটি পরিচালনা করেছেন নীল মাধব পাণ্ডা।

এ ব্যাপারে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘হালকা’ নামে ছবির শুটিং হয়েছে বস্তিতে। এতে মায়ের চরিত্রে অভিনয় করছেন পাওলি। এই প্রথম কোনও ছবিতে মায়ের চরিত্র করছেন পাওলি।

প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও শুটিং শুরু হতেই তা কেটে যায়। এর ক্রেডিট নিজের মাকে দিয়েছেন পাওলি। মায়ের খুব কাছের তিনি। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই এ চরিত্র ফুটিয়ে তুলেছেন।

এরই মধ্যেই একাধিক আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি পেয়েছে ছবিটি। মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ।

আলোচিত অভিনেত্রী পাওলির বাংলাদেশে প্রথম সিনেমা ‘মনের মানুষ’। এরপর ‘সত্তা’ নামে একটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।

নি এম/