eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
ভারতের সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় আর নেই
আপডেট: ০২:৫৩ pm ১৩-০৮-২০১৮
 
 


ভারতের লোকসভার সাবেক স্পিকার ও সিপিএম দলীয় সাবেক সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় আর নেই।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টার পর দক্ষিণ কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

সোমনাথ চট্টোপাধ্যায় বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১০ আগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়। দীর্ঘ দিন ধরেই বার্ধ্যক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা ছাড়াও তার কিডনি অকেজো হয়ে গিয়েছিল।

১৯২৯ সালের ২৫ জুলাই আসামের তেজপুরে সোমনাথ চট্টোপাধ্যায়ের জন্ম। তিনি কলকাতা ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে সিপিএমে যোগ দেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৭১ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

সোমনাথ চট্টোপাধ্যায় ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৪ জুন থেকে ২০০৯ সালের ১৬ জুন পর্যন্ত তিনি লোকসভার স্পিকার ছিলেন। তবে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তার একমাত্র ছেলে প্রতাপ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী।

সাবেক স্পিকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নি এম/