eibela24.com
মঙ্গলবার, ২৩, এপ্রিল, ২০১৯
 

 
ঘুম পাগল মিলনের বউ অর্ষা
আপডেট: ০৫:৫৯ pm ১৩-০৮-২০১৮
 
 


ঈদকে ঘিরে নানা রকম গল্পে নির্মিত হচ্ছে নাটক–টেলিছবি। ব্যস্ত সময় পার করছেন অভিনয়ের তারকা ও নির্মাতারা। এরইমধ্যে কিছু নাটকের প্রচার নিশ্চিত হয়েছে। দীপ্ত টিভিতে আসছে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে প্রচারিত হবে একঘন্টার বিশেষ নাটক ‘আইজু ভাই ঘুমাতে চায়’। প্রেমের খেলায় ঘুমকে ফিরে পাবার গল্প নিয়ে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় নাটক পরিচালনা করেছেন ফিরোজ কবীর ডলার। 

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অর্ষা। তাদের সঙ্গে আরও আছেন এহসানুল হক মিনুসহ অনেকেই। নাটকের গল্পে দেখা যাবে– পুরান ঢাকার ঘুমপ্রিয় আইজু ভাইয়ের ঘুম হারাম করে দেয় সুন্দরী অহনা। ঘুম ফিরিয়ে আনার জন্য অক্লান্ত চেষ্টা চালায় আইজু ভাই। কিন্তু অহনা বারবার হামলা চালায় তার ঘুমের জগতে। কিছুতেই ঘুমাতে না পেরে আইজু ভাই তাই করে বসে যা কখনো করার কথা কেউ কল্পনাও করেনি! বিয়ে করে বসেন অহনাকে। তারপর কী ঘুমাতে পারছেন আইজু ভাই? সেটা জানা যাবে নাটকটি প্রচারে এলে।

নি এম/