eibela24.com
শনিবার, ২৫, মে, ২০১৯
 

 
দেবের টিশার্টে রুক্মিনী
আপডেট: ০৪:৫৭ pm ১৪-০৮-২০১৮
 
 


কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দেব আর রুক্মিনীর কিছু ছবি। দেব-রুক্মিনীর ছবি ভাইরাল হলে তাতে অবাক হওয়ার কিছু নেই ঠিকই, তবে এবারের কয়েকটি ছবি যেন একটু বেশিই আলাদা। আর তার কারণ হলো রুক্মিনীর পোশাক। কারণ, তার পোশাকে রয়েছে অন্য বার্তা।

ইনস্টাগ্রামে আপলোড করা কয়েকটি ছবিতে তিনি যে টিশার্টটি পরে আছেন সেটা আসলে দেবের। দেব নিজের একটি ছবিতে এই জামাটি পরেছিলেন৷ তাদের প্রেম দিন দিন এতটাই গভীর হয়ে উঠছে যে দেবের টিশার্টেই ঘুরে বেড়াচ্ছেন রুক্মিনী।

টলিপাড়ার এখন মোস্ট হট কাপল দেব-রুক্মিনী। আপাতত হাতে কোনো কাজ না থাকায় তাই প্রোডাকশনে হাত পাকাচ্ছেন রুক্মিনী।

এ বছর শুরুর দিকে গোপনে এ জুটি বাগদান সেরেছেন বলেও খবর রয়েছে। সে অনুষ্ঠানে দেব এবং রুক্মিনীর পরিবার ছাড়া কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিলেন মাত্র।

নি এম/