eibela24.com
মঙ্গলবার, ২১, মে, ২০১৯
 

 
ভারতের ৭২তম স্বাধীনতা দিবস আজ
আপডেট: ১১:৪০ am ১৫-০৮-২০১৮
 
 


আজ ১৫ আগস্ট, ভারতের ৭২তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে দেশটি ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার বক্তব্যে উঠে আসে অহিংসার কথা।
 
তিনি বলেন, মহাত্মা গান্ধীর দেশে হিংসার স্থান নেই। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি ভবন থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, তেরঙ্গা আমাদের গর্বের প্রতীক, আমাদের পরিচয়। বহু স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুর ফসল আমাদের আজকের স্বাধীনতা। 
 
রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে দেশবাসী যাতে শান্তিতে থাকতে পারে, তাই সেই সময় আত্মবলিদান দিয়েছিলেন বিপ্লবীরা। তারা চেয়েছিলেন ভারত স্বাধীন ও সার্বভৌম হোক। সবাই ভাইয়ের মতো মিলেমিশে থাকুক। এই দিনটি ভারতবাসীর কাছে পবিত্র দিন। তিনি নারী ও কৃষকদের ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সূএ: এনডিটিভি

নি এম/