eibela24.com
বৃহস্পতিবার, ২৭, জুন, ২০১৯
 

 
সরাইলে জাতীয় শোক দিবস পালিত 
আপডেট: ০৫:৪৮ pm ১৫-০৮-২০১৮
 
 


আজ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, একাত্তরের পরাজিত শক্তি ও ষড়যন্ত্র কারীরা পঁচাত্তরের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর খুনিরা এদেশকে পাকিস্তানি আদর্শে পরিণত করতে চেয়েছিল। যারা এদেশকে পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল তাদের স্বপ্ন দুঃস্বপ্নেই পরিণত হয়ে আছে।

বুধবার সরাইল উপজেলা প্রশাসন আয়োজিত বিশাল শোক র‍্যালী বের করা হয়। র‍্যালীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সরাইল আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের স্থানীয়  নেত্রীবৃন্দ,এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।

পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত এর  সভাপতিত্বে শোক ও আলোচনা সভার আয়োজন করা হয়।  উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল, আশুগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির। সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন। আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুর রাশেদ। উপজেলা আওয়ামীলীগ  যুগ্ম আহবায়ক ২  উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ)। সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জনাব রফিক উদ্দিন ঠাকুর। আওয়ামীলীগ নেতা এডঃ সৈয়দ তানবির হোসেন কাউসার। আওয়ামীলীগ নেতা ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুইয়া।  আরো উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মৃধা আহমাদুল কামাল। আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী  প্রমুখ।

নি এম/দ্বীপক