eibela24.com
মঙ্গলবার, ১৬, জুলাই, ২০১৯
 

 
তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
আপডেট: ০৪:৩২ pm ০১-০৯-২০১৮
 
 


ভারতের তামিলনাড়ু রাজ্যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ সাতজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।পুলিশের বরাতে এ তথ্য জানা গেছে। 

শুক্রবার দিনগত রাত ২টায় তামিলনাড়ুর সালেম জেলার মামানগাম জেলায় উভয় বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, একটি বাস বেঙ্গালুরু থেকে পালাক্কাড় এবং অপর বাসটি সালেম থেকে কৃষ্ণগিরি যাচ্ছিল। সালেম-বেঙ্গালুরু জাতীয় মহাসড়কের পাশে একটি মিনিভ্যান পার্ক করা ছিল। এ সময় কৃষ্ণগিরিমুখী দ্রুতগতির বাসটি মিনিভ্যানের সঙ্গে সংঘর্ষে এড়াতে শেষ মুহূর্তে টার্ন করলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওই সংঘর্ষের পর বাসটি উল্টো গেলে সাতজনের মৃত্যু হয়। আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সূত্র: এনডিটিভি

নি এম/