eibela24.com
সোমবার, ২২, এপ্রিল, ২০১৯
 

 
জন্মাষ্টমীতে ভগবান শ্রী কৃষ্ণের কিছু অমৃত বাণী
আপডেট: ০৪:১৩ pm ০২-০৯-২০১৮
 
 


ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথিতে সারা দেশ জুড়ে পালন হয জন্মাষ্টমী৷ রবিবার জন্মাষ্টমী ও সোমবারের নন্দোৎসব ঘিরে সারা দেশেই আবেগ উন্মাদনার জোয়ার৷ কিন্তু ভগবান শ্রী কৃষ্ণের পূজা ছাড়া তাঁর মুখে উচ্চারিত বাণী যা তিনি শ্রীমদ্ভগবদগীতায় বলেছেন সেগুলি জানেন কি?  

* যে নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়, তখনই পূর্ণতা প্রাপ্তি হয়৷ 

* কারোর মনই শুধু শত্রু বা মিত্র হয়৷ 

* আমিই পৃথিবীর মধুর সুগন্ধ, আমিই অগ্নির উত্তাপ৷ সমস্ত বেঁচে থাকা প্রাণীর জীবন, সমস্ত সন্নাস্যীদের আত্ম সংযম৷  

* আমি ও আমার এই লোভ যে ছেড়ে দেয়, ভাবনা থেকে যে মুক্ত হয়ে যায় সে শান্তি পায় ৷ 

* মনের গতিবিধি. চেতনা, শ্বাস, আর ভাবনা-র মধ্যে দিয়ে ভগবানের শক্তি সবসময় আপনার মধ্যে সঞ্চারিত হয়৷ আর সব সময় তোমাকে একটা যন্ত্রের মতো ব্যবহার করে তোমাকে দিয়ে তিনি সব করাচ্ছেন৷  

* ইশ্বর ভক্তির কাছে জঞ্জালের স্তুপ পাথর, সোনা সব একইরকম৷ 

* তার পিছনে দৌড়িও না যা বাস্তবে নেই, না কখনো ছিল, না কখনো হবে৷ যেটা বাস্তব তাকে কখনও নস্যাৎ করা যায় না৷  

* যে জন্মেছে তার জন্য মারা যাওয়া যতটা নিশ্চিত, ঠিক তেমনিই নিশ্চিত যে মারা গেছে তার জন্মানো৷ এখন যা অপরিহার্য তার জন্য শোক কর না৷  

* প্রতিটা বস্তুতে ভগবান আছে, আর সবকিছুর ওপরেও আছেন৷ 

* তুমি তার জন্য শোক করছ , যে শোক করার যোগ্য নয়৷ আর তারপরেও জ্ঞানের কথা বল৷ বুদ্ধিমান ব্যক্তি জীবিত বা মৃত ব্যক্তির জন্য কখনও শোক করে না৷ 

* কর্ম যোগ পৃথিবীর সব থেকে বড় রহস্য৷ 

নি এম/