eibela24.com
বৃহস্পতিবার, ১৮, জুলাই, ২০১৯
 

 
মা‌ইগ্রেনের ব্যথায় বেশি কষ্ট পান নারীরা: বলছে গবেষণা
আপডেট: ১১:০৮ am ০৩-০৯-২০১৮
 
 


মাইগ্রেনের ব্যথা নিয়ে বেশ কয়েক বছর ধরেই গবেষণা চলছে। কিন্তু, এখনও পর্যন্ত সঠিক কোনও চিকিৎসা বা ওষুধ বের হয়নি।

গবেষণা বলছে, মাইগ্রেনে আক্রান্ত হন নারীরাই বেশি। পুরুষের তুলনায় সেই সংখ্যা তিন গুণ বেশি। এবং ৩০ থেকে ৩৯ বছরের নারীরাই সব থেকে বেশি কষ্ট পান এমন মাথার ব্যথায়। 

অবাক করা তথ্য হলেও, এমনই কথা বলা হয়েছে এক গবেষণায়। ‘সোসাইটি ফর উইমেনস হেল্‌থ রিসার্চ’-এ এই গবেষণা করা হয় বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

গবেষণায় বলা হয়েছে, মূলত নারীরা দু’টি কারণে মাইগ্রেনে আক্রান্ত হন—
১। সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক নানা দায়িত্ব সামলাতে গিয়েই এমন মাথাব্যথার সৃষ্টি হয়।
২। মহিলাদের শরীরে এস্ট্রোজেন ও অন্যান্য সেক্স হরমোনের প্রভাবের ফলেও মাইগ্রেনের ব্যথা হয়। 

মাইগ্রেনের ব্যথা নিয়ে বেশ কয়েক বছর ধরেই গবেষণা চলছে। কিন্তু, এখনও পর্যন্ত সঠিক কোনও চিকিৎসা বা ওষুধ বের হয়নি। তবে, অনেক খাবার রয়েছে যা মাইগ্রেনের ব্যাথার প্রকোপ কম করতে সাহায্য করে। এমন কিছু কাজ যা করলে মাথায় ব্যথা শুরু হতে পারে, তা নিয়েও সচেতন থাকা যেতেই পারে।  

নি এম/