eibela24.com
বুধবার, ২৪, এপ্রিল, ২০১৯
 

 
সিপিএল থেকে ছিটকে পড়লেন স্মিথ
আপডেট: ০২:৪৭ pm ০৩-০৯-২০১৮
 
 


পিঠের পেশীতে টান পড়ায় ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। বার্বাডোস ট্রাইডেন্টস অধিনায়ক জেসন হোল্ডার সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে রবিবার ম্যাচে টস করতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনজুরির কারণে ইতোমধ্যেই ২৯ বছর বয়সী স্মিথ দেশে ফিরে গেছেন।

২৯ বছর বয়সী এ তারকা বার্বাডোজের হয়ে ৭ ইনিংসে ১৮৫ রান করেছেন। পাশাপাশি নিয়েছেন ৩টি উইকেট। লিগ টেবিলের নিচের দিকের দলটির দু'টি জয়ের একটিতে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

নি এম/