eibela24.com
শুক্রবার, ২৪, মে, ২০১৯
 

 
হাসপাতালে ভর্তি অর্জুন রামপাল
আপডেট: ০৩:২৮ pm ০৩-০৯-২০১৮
 
 


 

দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড রাবন অর্জুন রামপাল। এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

শনিবার এক দুর্ঘটনায় এভাবে আহত হলেন এ বলিউড শক্তিমান অভিনেতা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, অর্জুন রামপালের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে চোট কতটা গুরুতর তা জানা যায়নি। শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অর্জুন রামপাল। সেখানে দেখা যায়, তাকে এমআরআই মেশিন থেকে বের করছেন চিকিৎসকরা।

তার অভিনিত নতুন সিনেমা ‘পল্টন’ মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগে এ সিনেমা মুক্তির জন্য আশীর্বাদ নিতে অমৃতসরের স্বর্ণ মন্দিরে গিয়েছিলে তিনি। জে পি দত্ত পরিচালিত ‘পল্টন’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ১৯৬৭ সালে সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করেই তৈরি হয়েছেন ‘পল্টন’ সিনেমার গল্প। অর্জুন ছাড়াও এতে দেখা যাবে ইশা গুপ্তা ও  জ্যাকি শ্রফের মত অভিনেতা, অভিনেত্রীকে।

নি এম/