eibela24.com
মঙ্গলবার, ২৩, জুলাই, ২০১৯
 

 
টেকনাফে তিন রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার
আপডেট: ০৩:৩৩ pm ০৩-০৯-২০১৮
 
 


কক্সবাজারের টেকনাফ উপজেলায় তিন রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আরও ৩ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তাঁদের পরিবার।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। তবে আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তাঁদের পরিবার।

স্থানীয়রা জানান, উখিয়ার বালুখালি ক্যাম্প থেকে গত রাত ২টায় তাদের অপহরণ করে হোয়াইক্যং পাহাড়ে আনা হয়। তবে কি কারণে তাদের অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের উখিয়ার কুতুপালংয়ের আন্তর্জাতিক সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতাল ও মালয়েশিয়ান হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

নি এম/