eibela24.com
শুক্রবার, ২১, সেপ্টেম্বর, ২০১৮
 

 
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত
আপডেট: ০৩:১৮ pm ০৪-০৯-২০১৮
 
 


নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ট্রাকের ধাক্কায় শেফালী বেগম (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শেফালী শহরের পশ্চিম মাসদাইর খেয়াঘাট এলাকার জালাল উদ্দিনের স্ত্রী।

নিহত বৃদ্ধার ছেলে জাকির হোসেন জানান, দুপুরে মাসদাইর বাসা থেকে রিকশায় করে খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাচ্ছিলেন তার মা। পথে চাষাঢ়া রেল স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে বহন করা রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঘাতক ট্রাক ও চালক নুরুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নি এম/