eibela24.com
মঙ্গলবার, ১৮, জুন, ২০১৯
 

 
ফের বাবা হলেন শহিদ কাপুর
আপডেট: ১১:০৪ am ০৬-০৯-২০১৮
 
 


বর্তমান সময়ের অন্যতম সেরা বলিউড সুখী দম্পতি শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বুধবার একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী মীরা রাজপুত। বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

এর আগে ২০১৫ সালের ৭ জুলাই ৩৪ বছরের শহিদ কাপুর বিয়ে করেন তার থেকে ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে। ২০১৬ সালের ২৬ আগস্ট প্রথমবার মা হন মীরা। জন্ম নেয় শহিদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশা। তার ঠিক ২ বছর পর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন তারা। শহিদ-মীরার সন্তানকে দেখতে হাসপাতালে ভিড় জমান অনেকেই। শহিদের ভাই ঈশান খাট্টার ও মা নীলিমা আজিমকে দেখা যায় হাসপাতালে।

প্রথম সন্তানের বাবা হবার পর ২০১৬ সালে টুইটারে শহিদ কাপুর লিখেছিলেন, 'ও এসে গেল! আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’ আর কিছুদিন আগে মীরার দ্বিতীয়বার মা হবার খবরটিও টুইটারে জানিয়েছিলেন শহিদ। কিন্তু ছেলের জন্মের পর ব্যস্ত বাবা এখনও নিজে থেকে কিছু জানাতে পারেননি।

নি এম/