eibela24.com
মঙ্গলবার, ২৫, জুন, ২০১৯
 

 
আ.লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর : কাদের
আপডেট: ০২:১৮ pm ০৬-০৯-২০১৮
 
 


আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান হাস্যকর ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। বিএনপিকে বাদ দিয়ে যদি জাতীয় ঐক্যে আওয়ামী লীগকে ডাকা হয় হবে আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ঐক্যে বিশ্বাসী।

নি এম/