eibela24.com
মঙ্গলবার, ১৩, নভেম্বর, ২০১৮
 

 
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮
আপডেট: ০৩:৩৯ pm ০৬-০৯-২০১৮
 
 


জাপানের হোক্কাইদো দ্বীপে শক্তিশালী ভূমিকম্প ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে আরও প্রায় ৪০ জন। ভূমিধসে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের পর থার্মেল পাওয়ার প্লান্ট ধ্বংস হয়ে যাওয়ায় প্রায় ত্রিশ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সম্প্রতি জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় জেবির আঘাতে ১০ জন নিহত হওয়ার পর ভূমিকম্প ও ধসের ঘটনা ঘটল। গত ২৫ বছরে এমন শক্তিশালী ঘূর্ণিঝড় দেখেনি জাপানের মানুষ।

জেবির আঘাতে দেশের পশ্চিমাঞ্চলে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়। কিয়োটো এবং ওসাকার মতো প্রধান প্রধান শহরগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে জেবি।

ঘূর্ণিঝড়ের কারণে বিমানের ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড় থেকে ভূমিধস এবং বন্যার আশঙ্কা জানিয়েছিল জাপানের আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার আঞ্চলিক রাজধানী সাপ্পোরো থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্প থেকে কোন সুনামি সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

নি এম/