eibela24.com
বুধবার, ১৭, জুলাই, ২০১৯
 

 
ফের বিয়ে করছেন আরবাজ খান 
আপডেট: ০২:৫৪ pm ০৯-০৯-২০১৮
 
 


স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে ১৮ বছরের সংসারের ইতি টানার পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা ও পরিচালক আরবাজ খান। জানা যায়, প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানিকেই বিয়ে করবেন এই অভিনেতা।

এইতো ক’দিন আগে ছেলে আরহান খান ও প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানিকে নিয়ে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করতে দেখা গেছে আরবাজকে।

গত ১ আগস্ট ছিলো আরবাজের ছোট বোন অর্পিতা খান শর্মার জন্মদিন। এ উপলক্ষে হায়দ্রাবাদে এক জমকালো পার্টির আয়োজন করেছিলো খান পরিবার। সেখানেও প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেতা ও পরিচালক।

শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আরবাজ-জর্জিয়া। এরইমধ্যে নাকি বিয়ের সকল পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

নি এম/