eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে: হর্ষবর্ধন শ্রিংলা
আপডেট: ০৩:৩১ pm ০৯-০৯-২০১৮
 
 


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মাধ্যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশের উন্নয়নেও ভারত সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ভারতের এ রাষ্ট্রদূত।

রবিবার সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সূধি সমাবেশে ভারতের হাইকমিশনার এ সব কথা বলেন।

এ সয়ম ভারতীয় হাই কমিশনের ফ্রাস্ট সেক্রেটারী রাজেশ উকে এবং নবনিতা চক্রবর্তীও তার সাথে ছিলেন। পিরোজপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সূধি সমাবেশের আগে হাইকমিশনার হর্ষবর্ধন নৌযোগে কুড়িয়ানা ও ভিমরুলির ভাসমান বাজার পরিদর্শন করেন।

নি এম/