eibela24.com
শনিবার, ২৩, ফেব্রুয়ারি, ২০১৯
 

 
পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আরিফ আলভি
আপডেট: ১০:২৮ am ১০-০৯-২০১৮
 
 


পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আরিফ আলভি। 

রবিবার দুপুর ১টায় ইসলামাবাদে দেশটির রাষ্ট্রপতির সরকারি বাসভবন এবং প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি মিয়ান সাকিব নিসার। 
সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মামনুন হোসেনের পাঁচ বছরের মেয়াদপূর্তির এক দিন পরই আলভি এই শপথ নিলেন। শপথের মধ্যে দিয়ে পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্বভার পেলেন আরিফ আলভি। শপথ নেয়ার পর সন্ধ্যায় আলভিকে গার্ড অব অনার দেয় পাকিস্তানি সেনাবাহিনী।

আলভি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জ্যেষ্ঠ নেতা। তিনি গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে করাচির ২৪৭ নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আলভির পাশাপাশি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে গত মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট।

নি এম/