eibela24.com
বৃহস্পতিবার, ২৫, এপ্রিল, ২০১৯
 

 
২০১৯-ই নয়, বিজেপি ক্ষমতায় থাকবে আরও ৫০ বছর: অমিত শাহ
আপডেট: ১০:৩৯ am ১০-০৯-২০১৮
 
 


বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘২০১৯-ই নয়, বিজেপি ক্ষমতায় থাকবে আরও ৫০ বছর।’

রবিবার দলটি ঘোষণা দিয়েছে, তারাও ৫০ বছর ক্ষমতায় থাকবে। ভারতে এমন কোনো দল নেই, যারা বিজেপিকে ফেলে দিয়ে ক্ষমতায় আসতে পারে।

আগামী বছর ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন হবে। এপ্রিল-মে মাসে এই নির্বাচন হওয়ার কথা। বর্তমান বিজেপি সরকার ক্ষমতার চার বছর পূর্ণ করেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারাই যে ক্ষমতায় যাবে, তা জোরগলায় ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

গত শনি ও রবিবার দিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রবিবার এক সংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ২০১৯ সালে ফের ক্ষমতায় আসবে বিজেপি। শুধু তা-ই নয়, আগামী ৫০ বছর তারা দেশ শাসন করবে। বিজেপির বিকল্প কেউ নেই।

আগামী ৫০ বছর দেশ শাসনের লক্ষ্য নিয়ে এবার এগোবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ঠিক করেছেন। তিনি বলেন, বিজেপি আগামী লোকসভা নির্বাচনে লড়বে ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান নিয়ে।

‘অজেয় ভারত, অটল বিজেপি’—এই স্লোগান দিয়ে অটল বিহারি বাজপেয়িকে সামনে এনে উচ্চবর্ণের ক্ষোভে জল ঢালতে উদ্যোগী হয়েছেন মোদি।

অমিত শাহ বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে আগামী ৫০ বছরেও এই দলকে হারানোর কেউ নেই।

নি এম/