eibela24.com
রবিবার, ২১, জুলাই, ২০১৯
 

 
লক্ষীপুরে পিকআপ চাপায় মাদ্রাসাছাত্র নিহত
আপডেট: ০৩:০৫ pm ১০-০৯-২০১৮
 
 


লক্ষীপুরে বালুভর্তি পিকআপ ভ্যান চাপায় মো. ইব্রাহীম নামে মাদ্রাসাপড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার লক্ষীপুর-মজু চৌধুরীর হাট সড়কের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইব্রাহীম ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে এবং স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয়রা জানান, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালুভর্তি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছে ইব্রাহীমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী ও আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নি এম/